• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

চোখের অঞ্জনি সারবে পাঁচ নিয়মে

প্রকাশিত: ১ নভেম্বর ২০২২  

চোখের অঞ্জনি সারবে পাঁচ নিয়মে                            
চোখে অঞ্জনি হলে সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই ভালো হয়ে যায়। এই সময়ের মধ্যে চোখে ব্যথা, ফোলাভাব, সংবেদনশীলতা, জ্বালা করা, চুলকানি, পলক ফেলতে সমস্যা, চোখে প্রচুর ময়লা জমা- সমস্যাগুলো দেখা দেয়। কয়েকটি উপায় মেনে চোখের অঞ্জনি কম সময়ে সারিয়ে তুলতে পারেন।

>> নরম কাপড় বা রুমাল দিয়ে খুব হালকা হাতে গরম সেঁক দিতে হবে। বেশি চাপ দিয়ে সেঁক দেবেন না। এতে সংক্রমণের আশঙ্কা কমবে। গ্রন্থির মুখে জমে থাকা তেল শুকিয়ে যাবে। ব্যথাও দ্রুত কমবে। এই সময়ে চোখে কোনও ধরনের লেন্স না পরাই ভাল। 

>> চোখে আঞ্জনি হলে ভুলেও মেকআপ করা যাবে না। এতে অন্য চোখেও ব্যাক্টেরিয়ার সংক্রমণ বাড়ে। মেকআপ করলে তার থেকেও সংক্রমণ বাড়তে পারে।

>> এই সময়ে চোখে কোনো ধরনের লেন্স না পরাই ভালো। এতে সমস্যা বাড়তে পারে।

>>চায়ে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ থাকে। লিকার চায়ের গরম টিব্যাগ দিয়েও চোখে ভাপ দিতে পারেন। এতে চোখের ফোলা ভাব কমবে। সংক্রমণও কমবে।

>> চোখের পাতায় খাঁটি ক্যাস্টর অয়েল লাগানো যেতে পারে। তবে ক্যাস্টর অয়েল লাগানোর আগে ভালো করে দেখে নিন তেলটির মেয়াদ কবে উত্তীর্ণ হচ্ছে। যদি মেয়াদের মধ্যে থাকে, তাহলে ব্যবহার করতে পারেন। ব্যাক্টেরিয়াজাত সংক্রমণের আশঙ্কা এতে কমে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –