• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জলঢাকায় বাড়ির ছাদ থেকে পরে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

নীলফামারীর জলঢাকায় দ্বি-তলা ছাদ থেকে পরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(২৯ নভেম্বর) বিকেলে পৌরসভার মাস্টারপাড়া এলাকায়। মৃত শিশু সোহামনি জলঢাকা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের তৃতীয় সন্তান। 

পরিবার সুত্রে জানা যায়, সোহামনি শুক্রবার বিকেলে সকলের অজান্তে দ্বি-তলা বাড়ীর ছাদে খেলতে গিয়ে পরে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

শনিবার(৩০ নভেম্বর) বাদ জোহর জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।

এদিকে সোহামনির মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে শোক জানিয়েছে দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জেলা ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালুসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –