• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২০ জুন ২০২০  

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হলেও শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন তিনি।

একটি ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস বেশ কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন। তবে কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করা এই ক্রিকেটার এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ রয়েছেন। বর্তমানে নিজ বাসায় রয়েছেন আইসোলেশনে।

দেশে মহামারি এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ২৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪৫ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৫ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩৮৮ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে আরো জানা গেছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ২৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৫৩৫ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ছড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৮৬ লাখের বেশি। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –