• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি, দুই ওয়ানডে ও এক টেস্ট খেলতে জিম্বাবুয়ে দল এখন ঢাকায়। নিজেদের ঝালিয়ে নিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নেমেছে জিম্বাবুয়ে দল।  জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রথম সেশনে কোনো উইকেট না পাওয়া বিসিবি একাদশ দ্বিতীয় সেশনে সফরকারীদের চেপে ধরেছে। তুলে নিয়েছে জিম্বাবুয়ের ৫ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৮। 

মঙ্গলবার সাভার বিকেএসপিতে জিম্বাবুএর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছে বিসিবি একাদশ।প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনটি দারুণভাবে শেষ করেছে জিম্বাবুয়ে। ২৮ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় শেভরনরা।

ব্যক্তিগত ১০ রানে সুমন খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন আরভিন। তার বিদায়ে দলীয় ১২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এর কিছুক্ষণ পর জিম্বাবুয়ে শিবিরে আবারও আঘাত হানে স্বাগতিকরা। এ যাত্রা শরিফুল আউট করে ব্রায়ান মুজিঙ্গানিয়ামাকে। 

শাহাদাত হোসেন নিয়েছেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন জুনিয়র ও শরীফুল ইসলাম। 

বিসিবি একাদশ:

নাঈম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন অ্যানি শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ে স্কোয়াড:

ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার এমপফু, ব্রায়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুটোম্বোডজি, এইনসলে এনডিলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোলান্ড তিরিপানো, চার্লটন টিসুমা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –