• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জেনে নিন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচী

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

উত্তরাঞ্চলবাসীর বহুল প্রত্যাশিত কুড়িগ্রাম এক্সপ্রেসের আজ উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অঞ্চলের মানুষ। ইতিমধ্যে পরীক্ষামুলকভাবে ট্রেনটি নির্দিষ্ট পথে চলাচল সম্পন্ন করেছে। উদ্বোধনের পর থেকে নিদিষ্ট স্টেশনগুলো থেকে টিকিট বিক্রি শুরু হবে।

জানা যায়, ট্রেনটি প্রতিদিন কুড়িগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ২৫ মিনিটে। ঢাকা থেকে ওই দিনই রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৬টা ২০ মিনিটে কুড়িগ্রাম পৌঁছাবে।

এ বিষয়ে পার্বতীপুর রেলস্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, নতুন ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে এসে রংপুর ও বদরগঞ্জ রেলস্টেশন দাঁড়াবে। এরপর পার্বতীপুর এসে ডুয়েল গেজ রেলপথে জয়পুরহাট, মাধনগর ও নাটোর হয়ে ঢাকায় গিয়ে পৌঁছবে। ফিরতি পথে একইভাবে পার্বতীপুর হয়ে এ ট্রেন কুড়িগ্রাম গিয়ে পৌঁছবে।

ট্রেনটি উদ্বোধনে উত্তরের জেলা রংপুর ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি এবার পূরণ হয়েছে। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন পিটি ইনকা লাল-সবুজ কোচ দিয়ে ট্রেনের রেক সাজানো হয়েছে। নির্ধারিত হয়েছে সময়সূচি।

ট্রেনটির শোভন চেয়ারের ভাড়া ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বার্থ ১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্রেনের সময়সূচি-

সকাল ৭:২০ মিনিটে কুড়িগ্রাম থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। এরপর রংপুর ৮:২৯ মিনিটে এসে দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং করে ৮:৩৭ মিনিটে ছেড়ে যাবে। বদরগঞ্জ আসবে সকাল ০৯:০১ এ,ছেড়ে যাবে ০৯:০৩ এ। পার্বতীপুর আসবে সকাল ০৯:৩০ এ,ছেড়ে যাবে সকাল ০৯:৫০ এ। জয়পুরহাট আসবে সকাল ১০:৪৯ এ,ছেড়ে যাবে ১০:৫২। সান্তাহার আসবে সকাল ১১:৩৫ এ,ছেড়ে যাবে ১১:৪০ এ। মাধনগর আসবে দুপুর ১২:১০ এ,ছেড়ে যাবে ১২:১২ এ। ১৫:১০ মিনিটে টাঙ্গাইল এসে বনলতা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং স¤পন্ন করে ১৫:১৯ মিনিটে ছেড়ে যাবে। মৌচাকে ১৬:০৩ মিনিটে সিল্কসিটির সঙ্গে ক্রসিং করে ১৬:০৯ মিনিটে ছেড়ে যাবে। টাঙ্গাইল এবং মৌচাকে কোনো কমার্শিয়াল স্টপেজ নেই। শুধু ক্রসিংয়ের জন্য দাঁড়াবে। এরপর ট্রেনটি ১৬:৫০ মিনিটে বিমানবন্দর পৌঁছে গন্তব্য স্টেশন ঢাকায় যাবে ১৭:২৫ মিনিটে। এরপর কুড়িগ্রাম অভিমুখে রাত রাত ২০:৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাবে ট্রেনটি। বিমানবন্দর আসবে রাত ২১:১২ তে,ছেড়ে যাবে ২১:১৭ তে। এরপর রাত ১২:৪৭ মিনিটে আব্দুলপুরে নীলসাগর এবং ০১:১২ মিনিটে নাটোরে রংপুর এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং করবে। এই দুটি কমার্শিয়াল স্টপেজ নয়। মাধনগর আসবে রাত ১:৪১,ছেড়ে যাবে রাত ০১:৪৩। সান্তাহার আসবে রাত ০২:১১, ছেড়ে যাবে ০২:১৫ মিনিটে। এখানে ৭০৬ একতা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং স¤পন্ন হবে। জয়পুরহাট আসবে রাত ০২:৫০,ছেড়ে যাবে রাত ০২:৫৩ এ। পার্বতীপুর আসবে রাত ৪টায়,ছেড়ে যাবে রাত ০৪:১০ এ। বদরগঞ্জ পৌঁছবে ভোর ০৪:২৭, ছেড়ে যাবে ০৪:২৯ মিনিটে। এরপর ভোর ০৪:৫৫ মিনিটে রংপুর পৌঁছে ০৫:০৩ এ ছেড়ে যাবে। ভোর ৬:১৫ মিনিটে শেষ গন্তব্য স্টেশন কুড়িগ্রাম পৌঁছবে ট্রেনটি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –