• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

টি-টোয়েন্টি সিরিজ: সূচিতে পরিবর্তন এনেছে পিসিবি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার ঢাকা দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২৪ জানুয়ারি থেকে শুরু হবে ব্যাট বলের লড়াই। আগের সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচই শুরু হওয়ার কথা ছিলো সন্ধ্যা সাড়ে সাতটায়। ম্যাচের দুইদিন বাকি থাকতেই সে সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সন্ধ্যা সাড়ে সাতটায় নয়, প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।

পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আজ এ কথা জানানো হয়েছে। কোনো ম্যাচ রাতে নয়, সবগুলোই হবে দিনের আলোয়। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিসিবির পক্ষ থেকেও। লাহোরে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা ২টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা)।

ঢাকা থেকে পাকিস্তানে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে চড়ে পাকিস্তান যাবে মাহমুদউল্লাহ-তামিমরা। বিমানটি সরাসরি লাহোরে পৌঁছাবে। বুধবার রাত আটটায় পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ দল। স্থানীয় সময় রাত সাড়ে দশটায় বিমানটি লাহোরে পৌঁছানোর কথা। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –