• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

টেকনাফে পেয়াঁজ এসেছে আরো ১৩শ’ টন

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

মিয়ানমার থেকে পেয়াঁজ আমদানি এখনো অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ১৩০২ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে। 

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন জানান, মঙ্গলবারও ১৩০২ দশমিক ৩০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এসব পেয়াঁজ আমদানি করে ১০ জন ব্যবসায়ী। শ্রমিকেরা পেঁয়াজ খালাস করে ট্রাকে লোড দেয়। পরে বন্দর থেকে এ সব ট্রাক দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায়।

মঙ্গলবার এ বন্দর দিয়ে মিয়ানমার থেকে সব চেয়ে বেশি পেয়াঁজ আমদানি করেন ব্যবসায়ী এমএ হাশেম। তিনি ৪০০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি করেন। এছাড়া ব্যবসায়ী মো. সলিম আমদানি করেন ২৮০ টন ও যদু চন্দ্র দাশ ২৬০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি করেন।

চলতি ডিসেম্বর মাসের এই পর্যন্ত মিয়ানমার থেকে ৮৭২২ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে। গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন। এর আগে অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন। সেপ্টেম্বর মাসে ৩৫৭৩ মেট্রিক টন এবং আগস্টে এসেছে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –