• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে করোনা সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলা থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৪ জনের মধ্যে একজন বিদেশফেরত। তবে বিদেশফেরত ওই ব্যক্তি বাড়িতে এসেছেন প্রায় ৩০ দিন আগে।

শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রকিবুল আলম।

ডা. রকিবুল আলম বলেন, জ্বর সর্দি, কাশি, গলা ব্যথা নিয়ে রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিক্যাল টিম পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের থেকে আলাদা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সারাদিনের মধ্যে মাত্র চার ঘণ্টা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সামাজিক দূরত্বে নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন।

মসজিদগুলোতে শুধু ফরজ নামাজ আদায় করতে নির্দেশনা দিয়ে মাইকিং করেছে ঠাকুরগাঁও জেলা ইসলামিক ফাউন্ডেশন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –