• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে সদর উপজেলার রায়পুর ইউপির নাওবাড়ী ঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে কালু সদর উপজেলার চিলারং ইউপির তেলিপাড়া গ্রামের প্রয়াত ইব্রাহিম আলীর ছেলে। 

নজরুল ইসলাম জানান, সোমবার রাতে রায়পুর ইউপির ফুটানি বাজার এলাকার বাসিন্দা দুলাভাই এনামুল হকের কাছ থেকে এক লাখ টাকাসহ মোট সাত লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে নাওবাড়ী ঝাড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেছন দিক থেকে ব্যবসায়ী নজরুলকে লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। 

এরপর কয়েকজন দুর্বৃত্ত মিলে ওই ব্যবসায়ীকে বেধরক মারপিট করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী নজরুলকে কুপিয়ে জখম করে। ব্যবসায়ীর কাছে থাকা সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী নজরুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –