• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করা হয়। 
শনিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। 
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন প্রমুখ।  

এ সময় জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরামসহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ফুটবল ম্যাচে ঠাকুরগাঁও জেলা ফুটবল টিম ৪-১ গোলে নীলফামারী জেলা ফুটবল টিমকে পরাজিত করে। 


উলে­খ্য, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে রংপুর বিভাগের ৮টি টিম অংশগ্রহন করছে। পরবর্তী ম্যাচে আগামী ২১ জানুয়ারি নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ঠাকুরগাঁও ফুটবল টিম দ্বিতীয় ম্যাচে নীলফামারী জেলা টিমের সাথে প্রতিদ্বন্দিতা করবে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –