• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে বিজয় দিবসের দিনে দুই সহস্রাধিক ঘরে পতাকা উড়নোর উদ্যোগ

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় বিজয় দিবসের দিনে ঘরে ঘরে জাতীয় পতাকা উড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। জেলার ৫ উপজেলায় দুই হাজার ৫শ পতাকা বিতরণ করা হয়েছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। আসছে বিজয় দিবস ছাড়াও স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারিতেও এই পতাকা ঘরে ঘরে উত্তোলন করা হবে বলে জানায় জেলা প্রশাসন।

স্থানীয় নারী লেখিকা ও সাংস্কৃতিক কর্মী জুঁই জেসমিনের আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় বুধবার সকালে সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকায় ঘরে ঘরে জাতীয় পতাকা বিতরণ এ কার্যক্রমের উদ্বোধন করেন-অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। 

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম উপস্থিত ছিলেন। পরে ওই এলাকার ঘরে ঘরে জাতীয় পতাকা বিতরণ করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –