• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আবু সাঈদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আবু সাঈদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী দলুয়া জিকরা গ্রামের সামসুদ্দিনের ছেলে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন ।

তিনি বলেন, ঢাকা থেকে বিআরটিসি বাসে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে সোমবার দুপুরে ঠাকুরগাঁয়ে আসে আবু সাঈদসহ দুই জন। গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরগাঁও ডিবি পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদকে ১২ হাজার ও তার সহযোগীর হাতে থাকা ব্যাগের ভিতর ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার হয়। এ সময় পালিয়ে যায় সাঈদের সহযোগী আমানুল্লাহ আমান।

গ্রেফতারকৃত আসামী আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে  বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া গ্রামের সামসুল হকের ছেলে শাজাহান, হারুন আর রশিদ ও দুলাল হোসেনের বাড়িতে তল্লাশী করে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮৫টি গ্রামীণ সিম, ১৮ টি রবি সিম কার্ডসহ ১০৩টি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানা ও বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –