• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঢাবি গবেষকদের দাবি করোনা শনাক্তে সফল `আরটি ল্যাম্প কিট’

প্রকাশিত: ৯ জুন ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে গবেষকরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে 'আরটি ল্যাম্প কিট' দিয়ে নমুনা পরীক্ষা করে সফলতা পেয়েছেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পিসিআর মেশিন ছাড়াই সাধারণ ইনকিউবেটরে 'আরটি ল্যাম্প কোভিড-১৯ টেস্ট কিট' ব্যবহার করে মাত্র ৩০-৪০ মিনিটে নতুন করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গবেষক।

এতে বলা হয়, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং 'বায়োটেক কনসার্ন যৌথভাবে বিএসএমএমইউতে এই পরীক্ষাটির কার্যকারিতা পরীক্ষার জন্য আবেদন করেছে এবং পরবর্তী সময়ে ওষুধ প্রশাসনের অনুমতির জন্য আবেদন করা হবে।

বাংলাদেশে এখন পর্যন্ত কেবল রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতেই করোনাভাইরাস পরীক্ষা করার অনুমতি রয়েছে, যা বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়েও পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা চলছিল। তবে সম্প্রতি তা বন্ধ করে দেওয়া হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব নমুনা এসেছিল সেগুলো 'আরটি ল্যাম্প কোভিড-১৯ টেস্ট' করেও একই ফল পাওয়া গেছে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।

অধ্যাপক জেবা ইসলাম সেরাজ বলেন, 'আমাদের দেশে আরটি ল্যাম্প টেস্ট কিট ব্যবহার করে খুব দ্রম্নত অনেক সুলভ মূল্যে করোনাভাইরাস পরীক্ষা করা সম্ভব। এখন আমরা যে আরটি পিসিআর কিট ব্যবহার করছি তা দ্বারা পরীক্ষা করতে ৯০ মিনিটের মতো সময় লাগছে। তাছাড়া আমাদের দেশে এ কিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অন্যদিকে আরটি ল্যাম্প টেস্ট কিট ব্যবহার করলে সময় লাগবে মাত্র ৩০-৪০ মিনিট। এতে খরচ হবে ৫০০-৬০০ টাকা মাত্র।'

আরটি ল্যাম্প টেস্ট কিট ব্যবহারে ফল সঙ্গে সঙ্গেই জানানো সম্ভব জানিয়ে তিনি বলেন, 'এর সুবিধা হচ্ছে টেস্ট করতে পিসিআর মেশিনের মতো জটিল যন্ত্র লাগে না। একটা সিম্পল ইনকিউবেটর দরকার হয়। আর কালার রিঅ্যাকশন দ্বারা ফল বোঝা যায়। নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি রঙ এবং পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে হলুদ রঙ প্রদর্শন করে।'

তিনি আরও বলেন, 'আমাদের ঢাবির ল্যাবে আরটি-পিসিআর মেশিনের পরীক্ষায় যে স্যাম্পলগুলো পজিটিভ বা নেগেটিভ এসেছে সেই স্যাম্পলগুলোর ওপরই পরীক্ষা করে দেখেছি। এতে নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি এবং পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে হলুদ রঙ প্রদর্শন করেছে, অর্থাৎ নির্ভুল রেজাল্ট দিয়েছে।'

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরটি ল্যাম্প কোভিড-১৯ টেস্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান নিউ ইংল্যান্ড বায়োল্যাবস এবং বাংলাদেশে 'বায়োটেক কনসার্ন'-এর একমাত্র পরিবেশক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –