• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তালেবানের সঙ্গে দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘটাতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দেশটি ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘটাতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো দাবি করেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে চান তিনি। প্রায় এক বছরের আলোচনা শেষে শনিবার কাতারে শান্তি চুক্তিতে সই করে তালেবান ও যুক্তরাষ্ট্র।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার জন্য আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবানকে দায়ী করে মার্কিন সরকার।

তালেবান ক্ষমতা হারানোর পর বিদেশি সেনাদের কবল থেকে আফগানিস্তানকে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তালেবানের কাছে একরকম পরাজয় স্বীকার করেই তাদের সঙ্গে শান্তি চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র।

চুক্তিতে আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সকল মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এছাড়া চুক্তি সই হওয়ার পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মার্কিন সরকার এবারের প্রতিশ্রুতি কতটা রক্ষা করবে সেটাই এখন দেখার বিষয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –