• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

তুষারধসে তিন দেশে ১৪২ জন নিহত

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

 

গত কয়েকদিনের ধারাবাহিক তুষারধস, বরফ গলা পানির স্রোত এবং শীতের তীব্রতার কারণে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে অন্তত ১৪২ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিঁখোজ রয়েছে অনেকেই। মঙ্গলবার দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিনে বৈরী আবহাওয়ার কারণে শুধু পাকিস্তানেই নিহত হয়েছেন ৯৩ জন। এছাড়া আহত হয়েছেন ৭৬ জন। আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৯ জন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিন সেনাসহ নিহত হয়েছেন ১০ জন।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সামনের দিকে আবহাওয়া আরও বেশি দুর্যোগপূর্ণ হয়ে ওঠবে। এছাড়াও ওই এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তানের দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। তুষারধসে অঞ্চলটিতে ৬২ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন আরো ১০ জন। এছাড়া পাকিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশ বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩১ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ তামিম আজিমি জানিয়েছে, তুষার ধসে এখন পযর্ন্ত তিনশ’র বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক রাতেই মারা গেছে ১৫ জন। দুই সপ্তাহ আগে শুরু হওয়া তুষারপাত বৃষ্টির ফলে ওই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরফ জমার কারণে ছাদ ধসে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো দক্ষিণ কান্দাহার, হেলমান্দ, জাবুল ও পশ্চিম হেরাত প্রদেশ। এর মধ্যে হেরাতে বাড়ির ছাদ ধসে এক পরিবারে শিশুসহ ৭ জনই মারা গেছে বলে জানা যায়।

দেশগুলোর স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া দেশের উত্তর পার্বত্য এলাকাসহ একাধিক এলাকায় মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –