• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

তেঁতুলিয়ায় নিরাপদ খাদ্য দিবসে র‍্যালী

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৯  

‘সুস্থ্য সবল জাতি চাই,পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য সামনে রেখে দেশব্যাপী পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দেশের বিভিন্ন জেলার ন্যায় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারী) সকালে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে তেঁতুলিয়া বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্ত্বরে ফিরে এসে শেষ হয় ৷ এবং র‍্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস, উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্রী কেষ দেব সরমা, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

র‍্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –