• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

তেঁতুলিয়ায় বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে শতাধিক লোকের সমাগমে বিয়ে দেয়ায় কনে পরিবারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) রাতে তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়ায় বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় শতাধিক লোকের সমাগম করে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছিল কন্যার বাবা আবু তাহের। সরকারি আদেশ অমান্য করে জীবন বিপন্নকারী করোনা ভাইরাস বিস্তারের সম্ভাবনা তৈরি করার দায়ে তাকে ২ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয় এবং অনুষ্ঠান বন্ধ করা হয়। একই সাথে কনে বিদায়ের পর বৌভাত না করতে বর পক্ষকে নির্দেশ প্রদান করা হয়।

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি শতাধিক লোকের সমাগমে অনুষ্ঠান না করার নির্দেশকে অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন। 

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসালম এবং তেঁতুলিয়া মডেল থানার এএসআই নব কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –