• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

তেঁতুলিয়ায় ২০০ পরিবারকে ত্রাণ দিলেন এমপি

প্রকাশিত: ১০ মে ২০২০  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউপিতে স্থানীয় এমপি মো. মজাহারুল হক প্রধান ব্যক্তিগত উদ্যোগে প্রায় অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। রোববার বেলা ১১টায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময়ে এমপি মজাহারুল হক প্রধান বলেন- এরইমধ্যে পঞ্চগড় আটোয়ারী উপজেলায় প্রায় ২ হাজার ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে চার হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেয়া হবে। তারই ধারাবাহিকতায় তেঁতুলিয়া বাংলাবান্ধায় ২০০ দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, লবণ ও শাক-সবজি।

খাদ্যসামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ডাবলু কাজি, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরদে খোদা মিলন, ইয়াসিন মন্ডল, তোয়াবুর রহমান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –