• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দস্যুদের হামলায় ২৩ নাইজেরিয়ান সেনা নিহত

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

নাইজেরিয়ায় দস্যুদের হামলায় অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। আফ্রিকান দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের এক দূরবর্তী গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রোববার নাইজেরীয় সেনা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেনা সদস্যরা জিবিয়া জেলার জঙ্গলাকীর্ণ একটি অংশের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা তাদের ওপর গুলিবর্ষণ করে দস্যুরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অতীতের সশস্ত্র দুর্বৃত্ত যারা ইদানিং নিজেদের ‘দস্যু’ বলে দাবি করছে, এরা সাধারণত গবাদি পশু ছিনতাই ও অপহরণের মতো অপকর্ম করত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এসব দস্যু বাহিনী ওই অঞ্চলের উগ্রপন্থীদের সঙ্গে হাত মেলাতে পারে।

এদিকে, গত শনিবার একই এলাকায় একটি বোমা বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ও আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে কাতসিনা প্রদেশের পুলিশ। তবে, বোমাটি দস্যুরাই রেখে গিয়েছিল কি না তা এখনও নিশ্চিত নয়।

ব্রাসেলস-ভিত্তিক একটি দুর্যোগ বিষয়ক সংগঠনের তথ্যমতে, ২০১১ সাল থেকে নাইজেরীয় দস্যুরা অন্তত আট হাজার মানুষকে হত্যা করেছে এবং তাদের জন্য ঘরছাড়া হয়েছে দুই লাখেরও বেশি মানুষ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –