• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুর প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিক সভা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষন কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকার সারাদেশের প্রত্যন্তঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছে। প্রতিবন্ধীরা এখন আর পরিবার কিংবা দেশের বোঝা নয়,তারাও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশসহ সারা দুনিয়ার অটিষ্টিক শিশুদের কল্যানে কাজ করে দেশের জন্যে সুনাম বয়ে এনেছেন।

সোমবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সিডিএ’র সহযোগীতায় এবং জেলা প্রতিবন্ধী ফেডারেশন আয়োজিত ত্রৈমাসিক সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।

হামিদুর রহমানের সভাপতিত্বে ও জেলা প্রতিবন্ধী ফেডারেশন দিনাজপুরের সদস্য সচিব অনামিকা পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন সিডিডি’র প্রজেক্টও সুপারভাইজার শৈলেন চন্দ্র রায়,সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি হালিমা খাতুন ও রাজবীর আজম প্রমুখ।

সভায় সংগঠনের উন্নয়নে পরামর্শমুলক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন সংগঠনের অন্যান্য সদস্যরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –