• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

দিনাজপুরে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- সদর উপজেলার নুনাই গ্রামের ছইদুর রহমানের ছেলে মো. ছামাদ ও খোরশেদ আলমের ছেলে মো. সারোয়ার হোসেন। শুক্রবার রাতে ৩৫০ ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের সদস্যরা জানায়, সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউপির মুরাদপুর বিদ্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি করছেন- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় ৩৫০ ইয়াবাসহ ছামাদ ও সারোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে বড়গ্রাম ভাতখৈরের আমর আলীর ছেলে মফিজুর রহমান ও মোফাজ্জল হোসেনের ছেলে মো. মোরছালিন দুই প্যাকেট হেরোইন ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতক দুইজনসহ চারজনের নামে মামলা করেছেন গোয়েন্দা পুলিশের এসআই সাইফুল ইসলাম। দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –