• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতা সভা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

রোববার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী আমেনা বাকি স্কুল এণ্ড কলেজে সিভিল সার্জন অফিস দিনাজপুর এর আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা’র সহযোগিতায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে জনউদ্বুদ্ধকরণ সভা হয়েছে।

সভায় ২৫০ শয্যা বিশিস্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী বলেছেন, ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুল করতে চাই জনসচেতনতা। জলাতঙ্ক রোগ একটি মরণ ব্যাধি রোগ। বিড়াল, কুকুর, বেজি, শেয়াল ও বন্য জন্তু কাউকে কামড় দিলে সঙ্গে সঙ্গে খারযুক্ত সাবান অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে ক্ষত স্থানে বিশ মিনিট ঝুতে পারলে জলাতঙ্কের জিবানু ৭০ ভাগ মুক্ত হবে। পরে হাসপাতালে গিয়ে নিয়মমত ভেকসিন দিলে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। এসময় কলেজের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, এবি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক সামসুল হক বক্তব্য রাখেন।

জলাতঙ্ক রোগ নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা’র সার্ভিলেন্স মেডিকেল কর্মকর্তা ডাঃ মো. রাব্বি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মো. আজমল হক। বিকেল ৩টায় চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে জলাতঙ্ক রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের করণীয় ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা সভা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –