• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- মারা যাওয়া দুই শিশু দুটি হলো উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের মনমোহন রায়ের ছেলে ছোটন রায় (১০) এবং ধনঞ্জয়ের ছেলে তমাজ রায় (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ছোটন ও তমাজ বাড়ির অদূরে ফাকা মাঠে একটি পুকুরে মাছ ধরতে যায়। বেলা ১১টার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে। ওই সময় তাদেরকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –