• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে বৃষ্টিতে খেলতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২  

দিনাজপুরে বৃষ্টিতে খেলতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র                      
দিনাজপুর বৃষ্টিতে খেলতে গিয়ে বজ্রপাতে নীরব নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ জুলাই) বিকেল ৪টায় চুনিয়াপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

মৃত নীরব সদর উপজেলা ৫ নম্বর শশরা ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং দিনাজপুর পুলিশ লাইন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
 
স্থানীয় ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পুলিশ লাইনস স্কুল থেকে আসার পর বাড়ির সামনে চাচাতো ভাই নজরুলের সঙ্গে বৃষ্টিতে খেলতে গিয়ে বজ্রপাতে আহত হন নীরব।

তার অবস্থা খারাপ হওয়ায় এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –