• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিল্লিতে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলামদের গণহত্যা, নির্যাতন ও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে পঞ্চগড় শের-ই-বাংলাপার্কে জড়ো হয় মুসল্লিরা। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে শের-ই-বাংলাপার্কে এক পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা খলিলুর রহমান. ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোবাশ্বের হোসেন,সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দোলন পঞ্চগড়ের সভাপতি সৈয়দ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড়ের সভাপতি কামরুল হাসান প্রধান।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর শতবর্ষে একশ হাফেজ দিয়ে কোরআন খতম দেয়া হবে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিধর্মী কোন ব্যাক্তি হতে পারেনা, ভারতে মুসলমানদের গণহত্যা, নির্যাতন ওপবিত্র মসজিদে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে মোদি সরকারকে বিচারের মুখোমুখি করারও দাবি জানান। একই সাথে তারা মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশ সফর বাতিলের দাবি জানান তারা।পওে বিশ্বেও সকল মুসলিমদের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –