• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

দুর্গাপূজা উপলক্ষে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী (ইমিগ্রেশন) যাতায়াত সেবা চালু থাকবে।

বুধবার (০২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বিষয়টি জানান।

বাবলা জানান, নর্থ বেঙ্গল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ, ভারতের সঙ্গে আলোচনা করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আগামী ৪-১১ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –