• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দুর্গাপূজার মাইকে আজান!

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

ভারতে সম্প্রতি সময়ে কট্টর হিন্দুত্ববাদ মাথাচারা দিয়ে ওঠেছে। এ কারণে দেশটিতে গত কয়েক মাসে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের ওপর বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে যা নিয়ে সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে।

তাই এবার ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াতে পশ্চিমবঙ্গের কলকাতায় বিশেষ ভাবে সাজানো হয়েছে একটি দুর্গাপূজা মণ্ডপ। 

বেলেঘাটা ৩৩ পল্লীর এই দুর্গাপূজার মণ্ডপটি সাজানো হয়েছে হিন্দু ছাড়াও নানা ধর্মের রীতিনীতি এবং ছবির নিদর্শনের মাধ্যমে। সেখানে দুর্গা প্রতিমার হাতে দেওয়া হয়নি কোনও অস্ত্র। মণ্ডপের শুরুতেই দেখা যাচ্ছে একটি বড় ছাতা। আর সেই ছাতার তলায় রয়েছে মন্দির-মসজিদ-গির্জা। সম্প্রীতির বার্তা দিয়ে পূজামণ্ডপ থেকে বাজানো হচ্ছে আজান।

দুর্গাপূজার এই থিম যে শিল্পীর মাথা থেকে এসেছে তিনি রিন্টু দাস। তার ভাষায়, ‘আমাদের থিমের বিষয়বস্তু হচ্ছে, আমরা সবাই এক, কেউ একা নই। সাম্প্রদায়িকতা ভুলে সবাই যাতে সম্প্রীতির পথে চলি সেই বার্তাই দেওয়া হয়েছে। মায়ের হাতে অস্ত্র নেই। সেটা যুদ্ধ ভুলে শান্তির বার্তা।’

তবে সম্প্রীতির বার্তা ছড়াতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হলেও পিছু ছাঁড়েনি বিতর্ক ও উগ্রবাদ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এরইমধ্যে এর আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় এক আইনজীবি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –