• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দুঃস্থদের জন্য পশু কোরবানী দিল বাংলাদেশ ছাত্রলীগ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২০  

করোনা সংকটে যেমন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তেমনি কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও দুস্থদের জন্য  পশু কোরবানী দিয়েছে সংগঠনটি। কোরবানির সমস্ত মাংস, বিরিয়ানির প্যাকেট অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা যায়, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে নিজেদের ফেলে আসা সোনালী অতীতের জানান দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সবখানেই সমান ভাবে বিচরণ ছাত্রলীগের। জরুরী খাদ্য সরবরাহ কিংবা লাশ দাফন, কৃষকের পাশে দাঁড়ানো সহ দুর্দান্ত সব কাজে বাহবা কুড়িয়েছে দেশব্যাপী। পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যরকমভাবে আজ ঈদ উদযাপন করে।

এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন হলের নেতৃবৃন্দররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহেনার নামে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ কোরবানী দেয়। কোরবানীর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানীর মাংস ও বিরিয়ানীর প্যাকেট বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া, এতিমখানায় কোরবানীর মাংস ও বিরানীর প্যাকেট বিতরণ করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –