• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ধোনিকে ফর্মে ফিরতে কিছুটা সময় দিন- সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

গত বিশ্বকাপের পর থেকেই পেশাদার ক্রিকেট থেকে বাইরে ছিলেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেড় বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মধ্য দিয়ে খেলায় ফিরেছেন তিনি।

চলতি আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই। এর পর টানা দুই ম্যাচে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় ধোনির নেতৃত্বাধীন দলটি।

২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২০০ রানে ইনিংস গুটায় চেন্নাই। আর দিল্লির বিপক্ষে শুক্রবার ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমেও ধোনিরা হেরে যান ৪৪ রানের ব্যবধানে।

চেন্নাইয়ের টানা দুই হারের পর ঘরে-বাইরে চলছে ধোনির সমালোচনা। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী বলেছেন, দেড় বছর পর ধোনি আবার খেলতে নেমেছে। যত ভালো ক্রিকেটারই হোক না কেন, ফর্মে ফেরার জন্য কিছুটা সময় তো দিতেই হবে।

আইপিএলের চলতি আসরে ইতিমধ্যে তিন ম্যাচ খেলেছেন ধোনি। তিন ম্যাচে ব্যাট হাতে সংগ্রহ ৪৪ রান।

চেন্নাইয়ের টানা দুই ম্যাচে হারের পর ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এক টুইটবার্তায় লিখেছেন, চেন্নাইয়ের ব্যাটসম্যানরা তো খেলতেই পারছে না। পরের ম্যাচে গ্লুকোজ খেয়ে মাঠে নামতে হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –