• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নতুন আইন আসছে খেলাপি ঋণ সমাধানে

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

ঋণ নেয়ার ক্ষেত্রে গ্রহীতার অস্থাবর সম্পত্তি বন্ধক ও তা বাজেয়াপ্তের শর্ত দিয়ে নতুন একটি আইন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যংক। এ লক্ষ্যে ‘দি সিকিউরড ট্রান্সজেকশন অ্যাক্ট’ নামে একটি আইনের খসড়াও প্রণয়ন করা হচ্ছে বলে জানা গেছে।

এ উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র একটি প্রকল্পের অধীনে এ আইনের খসড়া প্রণয়ন করা হবে। খসড়া আইনটি পরীক্ষার জন্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনটি জাতীয় সংসদে পাশ হলে ঋণের ক্ষেত্রে খেলাপি আদায়ে কার্যকর উদ্যোগ নেয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, উল্লেখিত আইনে অস্থাবর সম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে নগদ টাকা, মূল্যবান দলিল, ফেসভ্যালু, মালামাল, যন্ত্রাংশ, সিকিউরিটিসহ যে কোনো ধরনের হস্তান্তরযোগ্য সম্পদ। যা বন্ধক হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি ঋণ খেলাপি হলে তার এসব সম্পদ বাজেয়াপ্ত করা যাবে।

অন্যদিকে, বিদ্যমান আইনে ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রহীতার অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের কোনো বিধান নেই।

বিশ্লেষকরা বলছেন, নতুন আইনটি বিদ্যমান আইনের ঘাটতি পূরণ করবে। এক্ষেত্রে খেলাপি ঋণ আদায়ও সহজ হবে। কেননা ঋণ পরিশোধে গ্রহীতারা চাপ অনুভব করবেন। আর সার্বিকভাবে এর সুফল অর্থনৈতিক কর্মকাণ্ডেও পড়বে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –