• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৬৭

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

নাইজেরিয়ার পশ্চিম নাইজারে সেনাবাহিনী এবং ‘ভারী অস্ত্রধারী’ সন্ত্রাসীদের সংঘর্ষে চার নাইজেরিয়ান সেনা এবং ৬৩ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। শুক্রবার দেশটির সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির তিলবেরি অঞ্চলে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে হামলা করে সন্ত্রাসীরা। পরে উভয়পক্ষে তীব্র লড়াইয়ের পর সন্ত্রাসীরা পালাতে বাধ্য হয়। এ সময় তাদের ফেলে যাওয়া কয়েক ডজন মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করেছে সৈন্যরা। তিলবেরি অঞ্চলটি মালি এবং বুরকিনা ফাসো উভয়েরই সীমান্তবর্তী।

তিলবেরি অঞ্চলে সক্রিয় জঙ্গিদের আক্রমণ প্রতিরোধে জানুয়ারি থেকে সেখানে মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একটি সরকারি প্রতিবেদন অনুসারে, জানুয়ারি ও ডিসেম্বরে এই এলাকায় তিনটি হামলায় ১৭৪ সেনা নিহত হয়েছে। যার মধ্যে দু’টি হামলার জন্য ইসলামিক স্টেট গ্রুপ দায়ী বলে দাবি করেছে সরকার।

জাতিসংঘের এক প্রতিবেদন অনুসারে, পুরো সাহেল অঞ্চল জঙ্গিদের সহিংসতায় আবদ্ধ হয়ে পড়েছে, এছাড়া প্রায়ই ওই অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মতে, ২০১৯ সালে মালি, নাইজার এবং বুরকিনা ফাসোতে ৪ হাজার মানুষ নিহত হয়েছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –