• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য দেয়ার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে জেলার সার্কিট হাউজের মূল ফটকের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে বধ্যভূমির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এছাড়া সকাল ১১টার সময় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি সাবিনা ইয়াসমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাদ সম্রাট, পঞ্চগড়ের পৌর মেয়র মো. তহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, এসপি ইউসুফ আলী, মুক্তিযোদ্ধা এ.টি.এম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন।

১৯৭১ সালের ২৫শে মার্চ সারাদেশে পাক হানাদার বাহিনীরা আক্রমণ চালায়। তারা ১৭ই এপ্রিল সড়ক পথে বহর নিয়ে পঞ্চগড় দখলে নেয়।পর্যায়ক্রমে জেলার চারটি উপজেলা দখলে নেয় পাক হানাদার বাহিনী। কিন্তু তেঁতুলিয়ায় ঢুকতে না পারায় মুক্তিযুদ্ধের নয় মাস স্থানটি হানাদার মুক্ত ছিল। সেখানে মুক্তিবাহিনী ও অস্থায়ী সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা হয়েছিল। সেখানেই মুক্তিবাহিনীদের সাময়িক প্রশিক্ষণ দেয়া হতো। এরপর ২৮ নভেম্বর পঞ্চগড়ের মুক্তিযোদ্ধারা বিভিন্ন দিক থেকে পাকবাহিনীর উপর আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পূর্ব দিকে থাকা প্রতিরক্ষা ভাঙায় যুদ্ধের মাঠে থাকা কঠিন হয়ে পড়ে তাদের। এতে কামাত কাজল দিঘী ইউপির টুনির হাট হয়ে দেবীগঞ্জের মাধ্যমে নীলফামারীর ডোমার থানার সৈয়দপুর অভিমুখে পিছু হটে পাক হানাদার বাহিনী। ওই রাতেই মুক্তিবাহিনীর সম্মিলিত তীব্র আক্রমণে পরাজিত পাক হানাদার বাহিনী পালিয়ে যায়। ১৯৭১ সালের ২৯ নভেম্বর ভোরে পঞ্চগড় হানাদার মুক্ত হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –