• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নিজের লেখা গানে ব্যস্ত আয়েশা মৌসুমী

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। ২০১২ সালে চ্যানেল নাইনে প্রচারিত রিয়েলিটি শো পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে ক্যারিয়ার শুরু। এই প্রতিয়োগিতায় মায়ের ইচ্ছাতেই অংশ নেন তিনি। এরপর ২০১৫ সালে ডিজে রাহাত ফিচারিং ‘চাঁদের গায়ে চাঁদ লেগেচে’ গানটি নতুন ভাবে সবার সামনে নিয়ে আসেন। আর এই গানের মাধ্যমে সবার নজরে আসে মৌসুমী। এরপর থেকে এ্যালবাম ও সিঙ্গেল গানে নিয়মিত কাজ করছেন ।এরইমধ্যে প্রায় বিশের অধিক মৌলিক গান করেছেন তিনি। এরমধ্যে বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। সবশেষ তিনি ‘ভেবে দেখবো কি’ শিরোনামের একটি গান প্রকাশ করেন। এছাড়াও বাঁধা ও অভিমানি মন শিরোনামের গান গুলোও দর্শক মহলে বেশ প্রসংশিত।গেল বছরে দেশের স্বনামধন্য গীতিকার কবির বকুলের লেখা নিজের নামের সঙ্গে মিল রেখে ‘ও মৌসুমী’ শিরোনামের গান প্রকাশ করেন। এই গানটিও বেশ সাড়া ফেলে । গানটির সুর ও মিউজিক আয়োজন করেন শওকত আলী ইমন।

 

1.নিজের লেখা গানে ব্যস্ত আয়েশা মৌসুমী

আয়েশা মৌসুমী এখন ব্যস্ত রয়েছেন নিজের লেখা গান ‘তুমি পারলে’ নিয়ে। এটির সুর ও সংগীত আয়োজন করছেন আরেক জনপ্রিয় গায়ক বেলাল খান।

মৌসুমী বলেন, গানটি আমার নিজের লেখা। তাই একটি যন্ত্র নিয়ে কাজটি সম্পূর্ন করেই দর্শক-শ্রোতাদের সামনে আনতে চাই। আর বেলাল ভাই অসাধারণ গায়ক তা সবার জানা। বর্তমান সময়ে বেলাল ভাইয়ের তৈরি অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে। তাই বেলাল ভাইকে দিয়েই কাজটি করাচ্ছি। আশা করছি এটা একটি ভালো কাজ হবে।আয়েশা মৌসুমীর গানের হাতেখড়ি হয় ক্লাস ওয়ানে পড়া অবস্থায় শিশু একাডেমিতে। তার সংগীতের গুরু লিজা, যিনি নারায়ণগঞ্জ শিশু একাডেমির শিক্ষক ছিলেন। এছাড়া শিল্পকলা একাডেমি থেকে নজরুলগীতি ও পল্লীগীতি এবং ওস্তাদ সুবীর চক্রবর্তীর কাছে উচ্চাঙ্গ সংগীতের কোর্স সম্পন্ন করেন মৌসুমী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –