• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নিষিদ্ধ হলেন নেইমার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মারামারিতে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি’র ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। সেই ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড় মেরে বসেন। এরপরই রেফারির লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাকে।

এদিকে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। পরে গঞ্জালেজ অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি এড়াতে পারেননি নেইমার। মেৎজের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আগামী রোববার নিসের বিপক্ষে ম্যাচও খেলতে পারছেন না নেইমার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –