• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো দুই করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১১ মে ২০২০  

নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম। আক্রান্তরা হলেন- উপজেলার জোড়াবাড়ি ইউপির ঝাড়পাড়া ও মির্জাগঞ্জ পাইকারপাড়া এলাকার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইব্রাহীম জানান, চলতি মাসের শুরুতে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন ওই দুইজন। পরে জ্বর-সর্দি হলে ৭ মে তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রোববার রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –