• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পররাষ্টমন্ত্রীর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সর্ব স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তৃতীয়বারের মত আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

সোমবার (২৫ নভেম্বর) পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদদের সাথে মতবিনিময় সভায় পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, আমি মনোনয়ন পাওয়ায় আপনারা যে খুশি হয়েছেন তা নৌকার পক্ষে কাজ করে তার প্রমাণ দেখাতে হবে।

আমাদের উন্নয়ন গুলোর কথা সাধারন মানুষদের কাছে পৌছে দিতে হবে। আ'লীগ নেতা-কর্মীদের তাদের দ্বারে দ্বারে উন্নয়নের বার্তা নিয়ে যেতে হবে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। মানুষ সবকিছু সহজেই ভুলে যায়। এর জন্য উন্নয়নের কথা গুলো সাধারন জনগণকে বারবার বলতে হবে। গত ইউ-পি নির্বাচনে খানসামা উপজেলায় নৌকা মার্কার যেভাবে বিজয় সুনিশ্চিত হয়েছে তা আগামী নির্বাচনে করে দেখাতে হবে। একাদশ জাতীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

পররাষ্ট্রমন্ত্রী খানসামা ও চিরিরবন্দর উপজেলার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, গত ১০ বছরে এ দু'উপজেলায় যোগাযোগব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ২৪ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ব্রীজ নির্মাণসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌছে গেছে। আবার অনেক কাজ চলমান রয়েছে। আমরা এত পরিমাণে ক্ষুদ্র সেতু নির্মাণ করেছি এখন তো আর খানসামা-চিরিরবন্দরে ক্ষুদ্র সেতু দেওয়ার আর কোন যায়গা নেই। এসব উন্নয়নের কথা গুলো সাধারন জনগনের কাছে পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। মানুষ এখন সব কিছু বুঝে। তাদেরকে বোঝাতে পারলেই তারা উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিবে। আর এজন্য আপনাদের (দলীয় নেতাকর্মীদের) তাদের কাছে পৌছতে হবে। আর নির্বাচনে যদি জনগণ নৌকা মার্কায় ভোট দেয় তাহলেই আমরা বিজয়ী হতে পারব।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের দিন সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত করে তাদেরকে ভোট দিতে হবে। আর নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারীদেরও একটা বিশাল অংশ রয়েছে। নির্বাচনে তাদের ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি মিসেস শাহীন আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মোঃ আঃ জব্বার, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, আইনুল হক শাহ্, সফিকুল ইসলাম, হাফিজ সরকার, সাজেদুল হক সাজু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –