• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের ৫ আসন: নৌকা ৩, ধানের শীষ ২

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  

কোন আসনে কোন প্রার্থী জয় পেতে যাচ্ছেন সেটা নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে। অতীত নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে  এবারের নির্বাচনের প্রেডিকশন করছে। উত্তরবঙ্গের দুটি জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও। পঞ্চগড়ে ২টি এবং ঠাকুরগাঁওয়ে রয়েছে ৩টি নির্বাচনী আসন। অতীতের নির্বাচনগুলোতে এই পাঁচ আসনের তথ্য উপাত্ত এবং সামগ্রিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখাগেছে এখানে নৌকা ৩টি এবং ধানের শীষ ২টি আসন পেতে পারে।

পঞ্চগড়-১ থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাজহারুল হক প্রধান। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন নওশাদ জমির। এই আসনটি পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত। এখানে আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো দলেরই একক আধিপত্য নেই। দল দুটো অনেকটা পালা বদল করেই এই আসনে জয় পেয়েছে। এবারের নির্বাচনে এই আসন থেকে নওশাদ জমির জয়ী হতেপারেন। কারণ তিনি বিএনপির হেভিওয়েট রাজনীতিক ব্যরিস্টার জমির উদ্দিন সরকারের সন্তান। এলাকায় ব্যরিস্টার জমির উদ্দিনের প্রভাব রয়েছে। তাছাড়া তিনি তরুণ প্রার্থী এবং এলাকায় অনেক কাজ করেছেন। অন্যদিকে এখানে আওয়ামী লীগের প্রার্থী বদল হয়েছে। বর্তমান সাংসদ নাজমুল হক প্রধানকে বাদ বিয়ে মাজহারুল হক প্রধানকে প্রার্থী করা হয়েছে। বর্তমান সংসদ মাজহারুল হকের বিরোধিতা করতে পারেন। এসব কারণে তিনি জয় পেতে ব্যর্থ হবেন বলেই মনে হচ্ছে।

পঞ্চগড়-২

পঞ্চগড়-২ আসনটির নির্বাচনী এলাকায় রয়েছে দেবীগঞ্জ ও বোদা উপজেলা। এই আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন নুরুল ইসলাম। আর বিএনপি থেকে প্রার্থী হয়েছেন ফরহাদ হোসেন। তিনি এলাকায় ততটা পরিচিত নন। অন্যদিকে নুরুল ইসলাম নিজ নির্বাচনী এলাকায় বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকায় তাঁর সুনাম আছে। একারণে আমাদের প্রেডিকশন হলো আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলামই এই আসন থেকে জয় পেতে যাচ্ছেন।

ঠাকুরগাঁও-১

এই আসনটি ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত। এখান থেকে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন। তিনি প্রবীণ রাজনীতিক এবং এলাকার বর্তমান সাংসদ। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনটি ধানের শীষের দখলে যাবে। কারণ মির্জা ফখরুল বর্তমানে বিএনপির মহাসচিব। দেশজুড়েই তিনি পরিচিত মুখ। তাছাড়া নিজ নির্বাচনী এলাকাতেও তিনি ব্যাপক জনপ্রিয়।

ঠাকুরগাঁও-২

এখান থেকে নৌকার প্রার্থী হয়েছেন দবিরুল ইসলাম। আর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম। ঠাকুরগাঁও-২ আসনটি জেলার বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানীশংকাইল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এটা ঐতিহ্যগতভাবেই আওয়ামী লীগের আসন। ১৯৭৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত সাতটি নির্বাচনে অংশ নিয়ে ছয়টিতেই জয় পেয়েছেন নৌকার প্রার্থী দবিরুল ইসলাম। এ থেকেই বোঝা যায় এলাকায় তিনি কতটা জনপ্রিয়। একারণে  এই আসনটি এবারো নৌকার দখলেই থাকবে।

ঠাকুরগাঁও-৩

এই আসনটি জেলার পীরগঞ্জ, রানীশংকাইল উপজেলার রানীমংকাইল পৌরসভা ও এর ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখান থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলী। তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় কাজ করেছেন এবং তাঁর জনপ্রিয়তাও ব্যাপক। অন্যদিকে বিএনপি মনোনয়ন দিয়েছে জাহিদুর রহমানকে। এই আসনটিতে বিএনপির প্রভাব কম। কোনো বিএনপি প্রার্থীই এই আসন থেকে কখনো সাংসদ নির্বাচিত হননি। একারণে আমাদের প্রেডিকশন হলো, নৌকার প্রার্থীই এই আসনে জয় পেতে যাচ্ছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –