• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়-দুই আসনেই জয়ের বেপারে আশাবাদী আওয়ামী লীগ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের রাজনৈতিক দলগুলোতে চলছে নানা হিসেব-নিকেশ। কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন প্রধান দুই রাজনৈতিক দলের অনেক নেতা। নির্বাচনে নিজ নিজ দলের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। তবে প্রার্থীর অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে পঞ্চগড়-দুই আসন। ১৯৯১ সালের নির্বাচনে আসনটিতে কমিউনিস্ট পার্টির প্রার্থী জয়ী হলেও পরে তা দখলে রাখতে পারেনি দলটি।

এরপর চারবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি জিতেছে দু'বার করে। ২০০৮ সালে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে জাসদের প্রার্থীকে হারিয়ে আসনটি ধরে রাখে আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন। এ সংসদীয় এলাকায় আওয়ামী লীগের অবস্থান অনেকটা রমরমা। নেতাকর্মীদের আড্ডা ও পদচারণায় প্রতিনিয়ত সরগরম আওয়ামী লীগের দলীয় কার্যালয়।

তবে নেতাদের কোন্দলে কিছুটা পিছিয়ে রয়েছে বিএনপি’র রাজনীতি। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বলেন, এই আসনে অবশ্যই নৌকা মার্কার প্রার্থী নির্বাচিত হবেন। বর্তমান সরকারের উন্নয়নের যে ধারা তা আমরা এই আসনে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।  পঞ্চগড়ের বোদা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আফাজুল ইসলাম বলেন, সরকার নিরপেক্ষ নির্বাচন দিলে এই আসনটিতে আমরা আবারও জয়লাভ করব।

শেখ হাসিনা যাকেই এ আসনে মনোনয়ন দিবেন তার পক্ষেই আমরা নির্বাচন করব। রাজনৈতিক দলের পাশাপাশি ভোটের আলোচনা বইছে ভোটারদের মাঝেও। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে এখনই হিসেব-নিকেশ শুরু করেছেন তারা। এলাকাবাসী বলেন, সৎ, যোগ্য ও নির্ভরযোগ্য ব্যক্তিকে আমরা এ আসনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করব। পঞ্চগড়-২ আসনের মোট ভোটার তিন লাখ ২৪ হাজার। নারী ও পুরুষ ভোটার প্রায় সমান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –