• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়-১ আসন আওয়ামীলীগ`কে ছেড়ে দিলেন জাপা`র আবু সা‌লেক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

পঞ্চগড় -১ আসনের জাতীয় পার্টির ম‌নো‌নিত প্রার্থী আবু সা‌লেক আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী মজাহারুল হক প্রধান‌কে সমর্থন জানিয়ে পঞ্চগড়-১ আস‌ন ছে‌ড়ে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

নিজস্ব প্রতিনিধি মাধ্যমে জানা যায়, ২৮ ডিসেম্বর শুক্রবার ঘরোয়া এক প্রেস ব্রিফিং এ জাতীয় পার্টির ম‌নো‌নিত প্রার্থী আবু সা‌লেক সাংবাদিকদের একথা জানান। প্রেস ব্রিফিং এ তিনি এ বলেন যে, মহাজোটের বৃহত্তর স্বার্থে  "আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী মজাহারুল হক প্রধান‌ এর বিজয় নিশ্চিত করতে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি"। 

এর আগে গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে বলা হয়, ‘মহাজোটের বৃহত্তর স্বার্থে এবং মহাজোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য প্রয়োজনবোধে বিভিন্ন আসনে প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রতিটি নেতা–কর্মীকে মহাজোটের প্রার্থীর পক্ষে একত্রে কাজ করার অনুরোধ করছি।

এরশাদ বলেন, ‘আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি নির্বাচনে “বোন” শেখ হাসিনাকে সর্বত্র সহযোগিতা করব।’

ধারনা করা হচ্ছে, এরশাদের বক্তব্য অনুযায়ী জাতীয় পার্টির ম‌নো‌নিত প্রার্থী আবু সা‌লেক তার নিজ প্রার্থীতা ফিরিয়ে নিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –