• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে আহমদিয়াদের ছালানা জলসা বন্ধের দাবি ইমামদের

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) ছালানা জলসা বন্ধসহ তাদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে জেলার ইমামরা স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসক বরাবর। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে পঞ্চগড় জেলা শহরের মারকাজ মসজিদ চত্বর জড়ো হয় ইমামরা। 

পরে সেখান থেকে তারা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার ইমানরা অংশ নেয়। মিছিল শেষে তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হাতে তুলে দেন। 

স্মারকলিপিতে তারা জানান, আগামী ২৮, ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ পঞ্চগড়ের আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায় ইসলাম বিরোধী মতবাদ প্রচারের জন্য ছালানা জলসার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া তারা তাদের মতবাদ সম্বলিত চিঠি ও লিফলেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে বিতরণ করছে। তাই তারা ছালানা জলসা বন্ধসহ আহমদিয়াদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।
 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –