• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পঞ্চগড়ে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ: যুবক গ্রেফতার

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রাইয়ান হুদা অমিত (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাইয়ান হুদা পঞ্চগড় সদর ইউনিয়নের উত্তর মিঠাপুকুর এলাকার নুরুল হুদার ছেলে।

জানা গেছে, রাইয়ান হুদা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে চলমান পরিস্থিতির সাথে ইসলাম ধর্মের বিভিন্ন রীতিনীতি এবং মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্য করে স্ট্যাটাস দেয় এবং ইসলাম বিরোধী মন্তব্য করে।

তার এই মন্তব্যে পঞ্চগড়ের অন্যান্য অনলাইন এক্টিভিটিসরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। 

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –