• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে গৃহহীন ২ পরিবারের হাতে ঘরের চাবি তুলে দিলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

পঞ্চগড়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির ২০১৮-১৯ অর্থবছরে আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও টেস্ট রিলিফ (টআর) প্রকল্পে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা ঘরের চাবি দুই পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে জেলা সদর উপজেলার ভুষিভিটা গ্রামে আনুষ্ঠানিকভাবে গৃহহীন আসমা বেগম ও তার বড় বোনের হাতে চাবি তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।

এসময় নতুন ঘরের চাবি পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পিরষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনমসহ প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলায় ৩১ জন গৃহহীনদের মধ্যে নির্মাণ করা নতুন ঘরে চাবি পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –