• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে চিত্ত রঞ্জন দত্তের প্রয়াণ উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি মেজর জেনারেল (অবঃ)  চিত্ত রঞ্জন দত্ত এর প্রয়াণ উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পঞ্চগড় কেন্দ্রীয় দূর্গা মন্দির চত্ত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা ও বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার যৌথ আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ পঞ্চগড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় সহ দুই সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা মেজর জেনারেল (অবঃ)  চিত্ত রঞ্জন দত্ত এর জীবনের স্মৃতিচারণ ও তার আত্মার শান্তি কামনা করে বলেন, আমরা জাতির এক সূর্য সন্তানকে হারালাম। যিনি ছিলেন মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা। যার নেতৃত্বে আমরা দেশের কল্যাণে এগিয়ে যাচ্ছিলাম। আজ তিনি নেই আমাদের মাঝে, কিন্তু তার আদর্শ ধারণ করে আমাদের চলতে হবে। আমরা জাতির এ নেতার স্বর্গবাস কামনা করছি। 

পরে তার আত্মার শান্তি কামনা করে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –