• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

পঞ্চগড়ে ৪'শতক জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে রবিয়ল ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। 
সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড দেওয়ানি পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রবিয়াল ওই এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাতিজা রবিয়াল ও চাচা নূর মোস্তফার মাঝে ৪'শতক জমি নিয়ে দ্বন্দ ছিল। এরি মাঝে জমি নিয়ে সোমবার সকালে সংঘর্ষ বাধলে নূর মোস্তফার আঘাতে গুরুত্বর আহত হন রবিয়াল। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান লোপা রবিআলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পরিবারের ১০জন আহত হয়েছেন। 


তবে এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে নারীসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ওই এলাকার সফির উদ্দিনের ছেলে নুর মোস্তফা (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫), ও ছেলে ফরিদুল ইসলাম (১৮)।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মদ জমি নিয়ে সংঘর্ষে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –