• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে জেলা ক্রীড়া সংস্থার ২৫ পদের দুই পদে নির্বাচন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার চতুর্বাষিক নির্বাচনে ২৫টি পদের মধ্যে দুইটি পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। নির্বাচনে সাধারন সম্পাদকসহ ২৩টি পদে বিনা প্রতিদন্দি¦তায় নির্বাচিত হয়। আর বাকি দুইটি পদে অতিরিক্ত সাধারন সম্পাদক ও যুগ্ন সম্পাদক পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয় প্রার্থীরা।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠের অফিস কক্ষে বুধবার সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। আর ভোট প্রদান করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চোয়ারম্যন ও বিনা প্রতিদন্দ্বি সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ,পঞ্চগড় পৌর মেয়র মো, তৌহিদুল ইসলামসহ অন্যান্ন ভোটাররা।

মোট ৬৪টি ভোটোরের মধ্যে ৫৯জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দুই পদের প্রতিদন্দ্বিদের মধ্যে বিজয়ী প্রার্থীর নাম ঘোষনা করেন, উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –