• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

পঞ্চগড়ের বোদা উপজেলায় দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার ঝলইশালশিরি ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন হলরুমে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মো. ফাজেদ আলীর সভাপতিত্বে চক্ষু শিবির ক্যাম্পের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান আবুল হোসেন, ঝলইশালশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. পদ্মলোচন দে, আরডিআরএস বাংলাদেশ এর কৃষি কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিক, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বোদা রিপোটাস ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশন এর কোষাধ্যক্ষ মকলেছার রহমান প্রমুখ। 

এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে গ্রামীণ চক্ষু হাসপাতাল ঠাকুরগাঁও এর সহযোগিতায় ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের বাস্তবায়নে প্রায় দুইশতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৬ জন রোগীকে ছানী আপারেশন করার জন্য বাছাই করা হয়। এ সময় গ্রামীণ চক্ষু হাসপাতাল ঠাকুরগাঁও এর উপ-ব্যবস্থাপক ডাঃ সুর্বনা ইসলাম ও এমদাদুল কবির উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –