• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে দুই বোয়াল বিক্রি হলো ৩৮ হাজার টাকায়

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

পঞ্চগড়ের করতোয়া নদীতে জেলেদের জালে দুটি বোয়াল মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ১৬ কেজি। সোমবার (২৮ জানুয়ারি) উপজেলার মাড়েয়া এলাকার বাজারে তোলা হয় মাছ দুটো। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভিড় জমে যায় বাজারে। জানা গেছে, মাড়েয়া ইউনিয়নের দাসপাড়ার ১০/১৫ জন জেলের ‘বাঘ’ জালে মাছ দুটি ধরা পড়ে।

দাসপাড়ার জেলে বংশীদাস বলেন, ‘আগের মতো এখন আর নদীতে বড় মাছ নেই। তবে এ বছরে আমাদের জালে পাওয়া এ দুটিই বড় বোয়াল মাছ।’

মাড়েয়া হাটে বেশ চওড়া দামেই মাছ দুটি বিক্রি হয়েছে। প্রতি কেজি ১২’শ টাকা করে দুটি বোয়াল মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। ভালো দামে মাছ বিক্রি করতে পেরে খুশি জেলরাও।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –