• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

হিমালয়ের কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে আবারো বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিলছেনা  সূর্যের দেখা। একটুখানি দেখা মিললেও তাতে নেই কোন তাপ। এতে করে চড়ম ভোগান্তিতে পরেছে পঞ্চগড় জেলার খেটে খাওয়া মানুষেরা। গত কয়েকদিন থেকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়।    

বুধবার (১৫ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া উপজেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার (১৩ জানুয়ারি) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি। এরপর মঙ্গলবার (১৪ জানুয়ারি) একই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে বুধবার (১৫ জানুয়ারি) দশমিক ৩ ডিগ্রি বেড়ে ৭ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –