• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পঞ্চগড়ে ধানখেত কুড়িয়ে পাওয়া নবজাতক হাসপাতালে

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

ধানখেত থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক এখন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের স্ক্যানু বিভাগে (নবজাতকের জন্য বিশেষ যত্ন বিভাগ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত বুধবার রাতে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের আওকারীপাড়া এলাকার একটি ধানখেতের আইল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে সেখান থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে শিশুটির চিকিত্সা চলছে। খবর পেয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম নবজাতকের চিকিত্সাসহ অন্যান্য খোঁজখবর নিতে হাসপাতালে দেখতে যান।

জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাছুম আলী জানান, নবজাতকটিকে আধুনিক সদর হাসপাতালের স্ক্যানু বিভাগে ভর্তি করা হয়। শিশুটি স্বাভাবিক হলে তাকে দত্তক দেওয়া হবে নাকি সরকারি কোনো প্রতিষ্ঠানে দেওয়া হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানিয়েছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. সিরাজউদ্দৌলা পলিন জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু বিশেষজ্ঞ) ডা. মনোয়ারুল ইসলামের অধীনে নবজাতকের চিকিত্সা সেবাসহ নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। নবজাতকের শারীরিক দুর্বলতা রয়েছে। তবে আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, নবজাতকটি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ডাক্তাররা বলেছে আউট অব ডেঞ্জার তবে আরো দু-এক দিন স্ক্যানু ওয়ার্ডে রাখতে হবে। স্বাভাবিক হলে পরে কী করা হবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –