• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পঞ্চগড়ে পুরো মাস জুড়ে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

পঞ্চগড় জেলায় গত কয়েকদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে মঙ্গলবার রাত থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর আকাশে কিছুটা সূর্যের আলোর দেখা মিলেছে। তবে সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী থাকছে না।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড়ের উপর দিয়ে আরও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –